পরমাণু শক্তি ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:২৪ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে বুধবার বেলা ৩টায় অনুষ্ঠিত হয়েছে “দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পরমাণু শক্তি ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগ প্রসারের গুরুত্ব, সম্ভাবনা ও কৌশল” সংক্রান্ত মতবিনিময় সভা।

সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বর্তমান চেয়ারম্যান ড. মোঃ মজিবুর রহমান, বর্তমান সদস্য (ভৌত বিজ্ঞান) ড. দেবাশীষ পাল, প্রাক্তন চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানীগণ।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল নির্বাচন কমিশন; প্রবাসীদের আবেদন নিষ্পত্তির তাগিদ

মতবিনিময় সভায় বক্তারা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পরমাণু শক্তি ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগের সম্ভাবনা, কৌশল ও নীতিনির্ধারণের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। এছাড়া দেশের ভবিষ্যৎ পরমাণু কৌশল ও নীতি নির্ধারণে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন সভায় অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দেশে জনকল্যাণে পরমাণু প্রযুক্তির প্রসার এবং টেকসই কৌশল ও নীতি নির্ধারণে সরকারের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

আরও পড়ুন: জয়-পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিল দুদক

কমিশনের চেয়ারম্যান ড. মোঃ মজিবুর রহমান সভায় উপস্থিত সকলকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পরমাণু প্রযুক্তি ব্যবহারের কৌশল নির্ধারণে দিকনির্দেশনা প্রদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।