৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৬৮১ প্রার্থীকে সাময়িক মনোনয়ন
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে সংস্থার ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২৮ অক্টোবর ২০২৫ তারিখে জারি করা বিধিমালা মোতাবেক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা গেছে, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর পূর্ববর্তী ফলাফলে কিছু প্রার্থী সাময়িকভাবে মনোনয়নপ্রাপ্ত ছিলেন। মোট ৩০৩ জন প্রার্থী লিখিত ঘোষণা দিয়েছেন যে, তাঁরা বর্তমান পদে বা পছন্দক্রম অনুযায়ী উপরের পদে যোগদান করবেন না।
আরও পড়ুন: যে ফোর্স রয়েছে তাতে সবার নিরাপত্তা দেওয়া সম্ভব নয়’: এসএমপি কমিশনার
বিধিমালা অনুযায়ী, ২৬০ জন প্রার্থিকে সরকারের নিকট নিয়োগের জন্য সুপারিশ করা হয়নি, ৪৩ জনকে তাঁদের কর্মরত ক্যাডার পদের চেয়ে পছন্দক্রম অনুযায়ী উপরের পদে সাময়িক মনোনয়ন দেওয়া হয়েছে, এবং ২৫৭ জনকে মেধাক্রম অনুসারে নির্বাচন ও মনোনয়ন প্রদান করা হয়েছে। এছাড়া ১১৩ জন প্রার্থীর পূর্বের সুপারিশ পরিবর্তিত হয়ে তাদের পছন্দক্রমের উপরের পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিএড/এমএড সনদ না থাকায় ৫ জন প্রার্থীর পূর্বের মনোনয়ন বাতিল করা হয়েছে। সংশোধিত বিধি অনুযায়ী, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর বিভিন্ন ক্যাডারের মোট ১,৭১০টি বিজ্ঞাপিত শূন্য পদের বিপরীতে ১৬৮১টি পদে প্রার্থীদের সাময়িকভাবে (Provisionally) মনোনয়ন প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: এ যাত্রায় আপনি যুক্ত হলে আমরা সফল হতে পারব: তাসনিম জারা





