সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫১ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া এবং পরে বাসায় ফেরানো নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তদন্তের পরই তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানবেন।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

মিজানুর রহমান সোহেল দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে তুলে নেওয়া ঠিক নয়। কিন্তু গতকাল রাতে একজন সাংবাদিককে ডিবি পরিচয়ে বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এটি আমার কাছে প্রথম শুনলাম। ইনভেস্টিগেশন করার পর হয়তো বিস্তারিত জানা যাবে।"

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

পুলিশের অপরাধ হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, "প্রথমে আমি দেখব।"

এর আগে, মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোহেলকে ডিবি পোশাকধারী পাঁচ ব্যক্তি বাসা থেকে নিয়ে গেছেন বলে অভিযোগ করেন তার স্ত্রী সুমাইয়া সীমা। তার ভাষ্য, ওই পাঁচজনের একজন নিজেকে আশরাফুল পরিচয় দিয়ে জানান, সোহেলের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান কথা বলতে চান এবং কিছুক্ষণের মধ্যে তাকে আবার ফিরিয়ে দেওয়া হবে।

ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, "দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে আটক করা হয়নি। তথ্য যাচাইয়ের জন্য তাকে আনা হয়েছিল। তার ফোন নম্বর একটি সংবেদনশীল জায়গায় ব্যবহৃত হয়েছে, এজন্য তাকে আনা হয়েছিল। পরে স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।"