হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:৫১ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে দেশে কোনো ধরনের অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রায় ঘোষণার পর দেশজুড়ে কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। বিজয় দিবস ঘিরেও কোনো নিরাপত্তা শঙ্কা নেই। পূর্বঘোষিত কর্মসূচি যথারীতি পালন করা হবে। গতবার যেভাবে প্যারেড হয়নি, এবারের আয়োজনেও তেমনই সিদ্ধান্ত থাকবে।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

এ সময় সাংবাদিকরা ডিবি পরিচয়ে এক সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে পরে ফেরত দেওয়ার ঘটনায় তার মত জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি তিনি প্রথমবার শুনছেন। তিনি বলেন, এটা এখনই বলতে পারছি না। অনুসন্ধান করে বিস্তারিত জানব।

এভাবে কাউকে তুলে নেওয়া অপরাধ কি না—এ প্রশ্নে তিনি সংক্ষেপে বলেন, এটা আমি দেখবো।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি