বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতায় ঢাকায় দোয়া মাহফিল করেছে বিএনপির নেতা–কর্মীরা।
মঙ্গলবার সকালে নয়া পল্টনের ভাসানী ভবনে জিয়া মঞ্চ এবং বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন।
আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
গত রবিবার থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে (চেস্টে) ইনফেকশন হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।
আরও পড়ুন: পরপর তিন দফা ভূমিকম্পে আবারো কেঁপে উঠলো ঢাকা
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে জিয়া মঞ্চের আয়োজনে বিএনপি চেয়ারপারসনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আজকে এখানে আমরা দোয়া চাইতে এসেছি—মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। তাহলে আমরা বেঁচে থাকবো।”
“আমরা মনে করি, বেগম জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা থেকে মুক্তি পেতে হলে জাতীয়তাবাদী শক্তির এখন ঐক্যের প্রয়োজন। এই ঐক্যের প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া। আসুন, তার জন্য আমরা সবাই মহান রাব্বুল আলamin-এর দরবারে দোয়া করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন, তিনি যেন আমাদের মাঝে আগের মতো কাজ করতে পারেন। আমাদের জাতীয়তাবাদী রাজনীতির প্রেরণার উৎস তিনি।”
এদিকে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বুধবার সকাল ১১টায় ভাসানী ভবনে হবে দোয়া মাহফিল।
বিএনপির কেন্দ্রীয় দফতর জানায়, সারাদেশে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দলের চেয়ারপারসনের আশু সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।





