মো. ফরিদুল আলম অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে উপসচিব পদমর্যাদায় পদায়ন
বিচার বিভাগের অভিজ্ঞ কর্মকর্তা মো. ফরিদুল আলম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে সফল কর্মজীবনের পর পদোন্নতি পেয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে উপসচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন। বুধবার জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি কর্তৃক এ নিয়োগ কার্যকর করা হয়।
দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা, মামলার দ্রুত ও সুষ্ঠু নিষ্পত্তি, প্রশাসনিক দক্ষতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানকে বিবেচনায় তার পদোন্নতিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সহকর্মীরা বিশেষত তার ফৌজদারি বিচারব্যবস্থায় অবিচল অবস্থান এবং ন্যায়বিচারের ক্ষেত্রে ভূমিকা “উদাহরণযোগ্য” বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
পদায়নের বিষয়ে মো. ফরিদুল আলম বলেন, “নতুন দায়িত্ব রাষ্ট্র ও জনগণের প্রতি আরও বড় দায়িত্ববোধ তৈরি করেছে। আল্লাহর রহমত, পরিবারের অনুপ্রেরণা এবং সকল শুভাকাঙ্ক্ষীর দোয়ায় আজকের অবস্থানে পৌঁছেছি। সরকারি সেবা, আইনের নীতিমালা ও বিচার বিভাগের পেশাগত মূল্যবোধ বজায় রেখে দায়িত্ব পালন করাই হবে আমার প্রধান অঙ্গীকার।”
বিচার বিভাগ ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন, তার মাঠপর্যায়ের অভিজ্ঞতা প্রশাসনিক কাজে নতুন গতি ও দক্ষতা যোগ করবে। বিশেষ করে নীতি প্রণয়ন, বিচার প্রশাসন সমন্বয়, বিধিমালা সংশোধন এবং আইনি সংস্কার কার্যক্রমে তার অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা রাখবে।
আরও পড়ুন: পরপর তিন দফা ভূমিকম্পে আবারো কেঁপে উঠলো ঢাকা
সহকর্মী, আইনজীবী সমাজ ও শুভানুধ্যায়ীদের মধ্যে মো. ফরিদুল আলমের পদোন্নতি ও পদায়নকে ঘিরে অভিনন্দনের ঢেউ বইছে এবং সকলেই তার সফল দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।





