প্রাণিসম্পদ মেলায় এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরামর্শক স্টল
প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপনের অংশ হিসেবে আগারগাঁও পুরাতন বানিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি স্টল নিয়ে অংশগ্রহণ করেছে।
মেলায় অংশগ্রহণকারী সংস্থা দর্শকদের প্রাণী সংরক্ষণ এবং যত্ন বিষয়ে লিফলেট বিতরণ, ভিডিও ডিসপ্লে প্রদর্শন এবং সরাসরি আলোচনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। “দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল” শ্লোগানকে সামনে রেখে সংস্থা জনসচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
প্রদর্শনীর প্রথম দিনে স্টল পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, যুগ্মসচিব মিজ শাহীনা ফেরদৌসী, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান, এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডাঃ মিঠু। তারা সংস্থার বিভিন্ন কার্যক্রম যেমন পথপ্রাণীদের ভ্যাকসিন প্রদান, ঢাকা শহরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা, কক্সবাজারে ঘোড়াদের চিকিৎসা ক্যাম্প, সেন্টমার্টিনে অভুক্ত কুকুরদের খাদ্য প্রদান এবং দেশের বিভিন্ন স্থানে সাপ উদ্ধার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন।
স্টলে উপস্থিত ছিলেন সংস্থার আহবায়ক আদনান আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক বাপ্পী খান, সদস্য সচিব মেহেদি হাসিব, সদস্যরা শাহানা শিমু, শুভব্রত সরকার, ইমরান রাশেদ, সীমান্ত সরকার, তৌফিক সিতু, মিজানুর রহমান (তাসিব), মির্জা মুন হৃদয়, সজীব তালুকদার, শাফায়েত আশিক, এছাড়াও উপস্থিত ছিলেন ইবরাহিম নিরব ও লেখক-সাহিত্যিক অরণ্য পাশা।
আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করেছে, প্রদর্শনী মেলার মাধ্যমে দেশের মানুষ মানবিক হয়ে প্রাণী সংরক্ষণে উৎসাহী হবেন এবং প্রাণী অধিকার ও জনসচেতনতার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবেন।





