বাতিল হতে পারে টিউলিপের সংসদ সদস্য
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ দুর্নীতিতে রায় কাল
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করা হবে।
ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করবেন বলে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ সরকারি কৌঁসুলি তরিকুল ইসলাম।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা, রাজউকের সাবেক চেয়ারম্যান ও সদস্যরা, এবং শেখ হাসিনার একান্ত সচিব।
গত ৩১ জুলাই আদালত এ মামলায় শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। দুদক জানুয়ারিতে শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং অন্যদের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করে। এর মধ্যে তিনটি মামলার রায় ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এই রায়ে শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড, এবং তার ছেলে ও মেয়েকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল





