নির্বাচনের আগে সিএমপির ১৬ থানার ওসি রদবদল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:০২ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১৬ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পরিবর্তনের বিষয়টি জানানো হয়।  

আরও পড়ুন: ডিইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিএমপি জানায়, বিভিন্ন থানায় দায়িত্বে থাকা ওসিদের মধ্যেই লটারির মাধ্যমে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে এই অভ্যন্তরীণ রদবদলকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।  

নতুন আদেশ অনুযায়ী, কোতোয়ালীর ওসি আব্দুল করিম যাচ্ছেন পাঁচলাইশে, আর পাঁচলাইশের সোলায়মানকে পাঠানো হয়েছে বাকলিয়া থানায়। সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বদলি করা হয়েছে বন্দর থানায়। অন্যদিকে বায়েজিদের ওসি জসিম উদ্দিন যাচ্ছেন চান্দগাঁওয়ে, আর চান্দগাঁওয়ের জাহেদুল কবিরকে দেওয়া হয়েছে বায়েজিদ থানার দায়িত্ব।  

আরও পড়ুন: ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'

খুলশীর ওসি শাহীনুর আলমকে কর্ণফুলীতে, ডবলমুরিংয়ের ওসি বাবুল আজাদকে চকবাজারে এবং হালিশহরের নুরুল আবছারকে পাঠানো হয়েছে পাহাড়তলীতে। আকবরশাহ থানার আরিফুর রহমান যাচ্ছেন সদরঘাটে; পাহাড়তলীর জামির হোসেন জিয়া দায়িত্ব নেবেন ডবলমুরিং থানার।  

কর্ণফুলীর ওসি জাহেদুল ইসলামকে বদলি করা হয়েছে খুলশীতে। বন্দর থানা পেয়েছে নতুন ওসি মোস্তফা আহম্মদকে, আর তাকে সরিয়ে পূর্বের ওসি কাজী সুলতান আহসান যাচ্ছেন হালিশহরে। ইপিজেডের ওসি কামরুজ্জামানকে বদলি করা হয়েছে আকবরশাহ থানায়।  

এদিকে চকবাজার থানার বর্তমান ওসি শফিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে সিটিএসবি’তে। ইপিজেড থানায় নতুন ওসি দায়িত্ব নেবেন, তবে তার নাম এখনও ঘোষণা করা হয়নি।  

সিএমপি সূত্র বলছে, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং থানাগুলোর কার্যক্রমকে আরও সমন্বিত করতে এই রদবদল কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।