কওমী দাওরায়ে হাদিস সনদধারীরাও এখন নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন
নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগে যোগ্যতার পরিধি আরও বিস্তৃত করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত দাওরায়ে হাদিস সনদধারীরাও এই পদে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার (৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. আসিফ নজরুল জানান, এর আগে নিকাহ রেজিস্ট্রার হওয়ার সুযোগ আলিম সনদধারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। নতুন সংশোধিত বিধানে সেই সীমাবদ্ধতা দূর করা হয়েছে।
আরও পড়ুন: এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
তিনি জানান, কওমী বোর্ড থেকে স্বীকৃত দাওরায়ে হাদিস ডিগ্রি এখন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের যোগ্যতার আওতায় আনা হয়েছে। আইন মন্ত্রণালয় এ উদ্দেশ্যে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করেছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
আইন বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন যোগ্য প্রার্থীর পরিধি বাড়াবে এবং মাঠপর্যায়ে নিকাহ নিবন্ধন সেবায় নতুন সুযোগ সৃষ্টি করবে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টাকে নির্বাচনের প্রস্তুতি অবহিত করলেন সিইসি





