অর্থ উপদেষ্টা সচিবালয়ে চার ঘণ্টা ধরে অবরুদ্ধ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:২৯ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে তার কার্যালয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে প্রায় চার ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীরা।

সচিবালয়ের সব কর্মচারীর জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ প্রদানের দাবিতে তারা এই আন্দোলন করছেন। আজ বুধবার বেলা আড়াইটা থেকে কর্মচারীরা অর্থ উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং হ্যান্ডমাইকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিকেল সাড়ে পাঁচটায় অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, অর্থ উপদেষ্টা তার কার্যালয়ে অবস্থান করছেন এবং আন্দোলনকারীরা তাদের দাবি পুনরায় উপস্থাপন করছেন।

আরও পড়ুন: আইজিপি ও ডিএমপি কমিশনার পরিবর্তনে নানা গুঞ্জন

পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সন্ধ্যায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার বৈঠক করেন। আন্দোলনকারীদের বলা হয়, প্রজ্ঞাপন আগামী সোমবার জারি হবে। তবে কর্মচারীরা তা মানতে রাজি হননি এবং তাদের দাবি আজই প্রজ্ঞাপন জারি করার।

কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা বেতন কাঠামোর বাইরে নানা ভাতা থেকে বঞ্চিত। পূর্বে রেশনের দাবিতেও অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। এছাড়া সরকারিভাবে মহার্ঘ ভাতা চালুর ঘোষণা করা হলেও তা কার্যকর হয়নি। নতুন বেতন কমিশনের কাজ শেষ পর্যায়ে থাকলেও অর্থ উপদেষ্টা জানিয়েছেন, কমিশনের সুপারিশ নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে।

আরও পড়ুন: পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

এর আগে গত ২২ জুনও সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতার দাবিতে কর্মচারীরা অর্থ বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন।