সচিবালয় কর্মচারীদের বিক্ষোভের চেষ্টায় সভাপতি বাদিউলসহ আটক ৬

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৩৫ পূর্বাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

৩০% ঝুঁকি ভাতার দাবিতে সচিবালয় কর্মচারীদের বিক্ষোভের সময় পুলিশ সভাপতি বাদিউল ইসলামসহ ছয় জনকে আটক করেছে। বন্ধ করে দিয়েছে কর্মচারীদের বিক্ষোভ মিছিল। সচিবালয়ের ভিতর ও বাইরে বিপুলসংখ্যক বিজিবি, র‌্যাব, এপিবিএন ও পুলিশ ঘিরে রেখেছে। পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি করে সচিবালয় কর্মচারী নেতাদের খোঁজাখুঁজি করছে।

দুর্নীতি দমন কমিশনের কর্মচারীদের ন্যায় সচিবালয় কর্মচারীরাও ৩০% ঝুঁকিভাতা দেওয়ার দাবি করছিল। গতকাল এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করেও রেখেছিল।

আরও পড়ুন: তফসিলের প্রথম দিনেই হামলায় নির্বাচনী মাঠে আতঙ্ক

বৃহস্পতিবার বিকালে কর্মচারী সংযুক্তি ইউনিয়নের একাংশ বাদিউল ইসলামের নেতৃত্বে সচিবালয়ের বাদামতলা থেকে মিছিল করার জন্য জমায়েত হতে চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় কর্মচারী সংযুক্তির সভাপতি বাদিউল ইসলামসহ ৬ জনকে আটক করা হয়। অন্যরা হলেন শাহিন মিয়া ও বিল্লাল হোসেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিআইজি সানা শামীম রহমানের নেতৃত্বে কয়েকশো পুলিশ ও বিজিবি সচিবালয় ঘিরে রেখেছে। সচিবালয়ের ভিতরে টহল জোরদার করা হয়েছে। ডিআইজি শামীম জানান, সচিবালয়ের ভিতরে কোনো প্রকার মিছিল–সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কিছুসংখ্যক কর্মচারী সচিবালয়ের ভিতরে মিছিল–সমাবেশ করে অস্থিতিশীলতা তৈরি করতে চেয়েছিল। পুলিশ তাদের সরে যেতে বাধ্য করেছে এবং পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন: ভিডিও ফুটেজ দেখে হাদীর ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতারে কাজ করছে পুলিশ