নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:২৪ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, আগামী দিনগুলোতে রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ঘন ও তীব্র হতে পারে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

সতর্কবার্তায় বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া বিক্ষোভও যেকোনো সময় সহিংস রূপ নিতে পারে। এ কারণে বড় ধরনের জনসমাগম, রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকতে, স্থানীয় গণমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করতে এবং যেকোনো ধরনের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

আরও পড়ুন: আদালতে ফয়সালের স্ত্রীর জবানবন্দি, হত্যাচেষ্টা মামলায় নতুন তথ্য

জরুরি পরিস্থিতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার কথাও বলা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (এসটিইপি) নিবন্ধনের জন্য মার্কিন নাগরিকদের আহ্বান জানানো হয়।