শরীফ ওসমান হাদীকে সুস্থতার জন্য জামায়াত আমিরের প্রার্থনা, সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:১১ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে সুস্থতার জন্য ফেসবুকে প্রার্থনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে লেখেন, "হে রাব্বুল আলামিন! শরীফ ওসমান হাদীকে সুস্থতার নিয়ামত দিয়ে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমিন।"

হাদীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তাকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে।

আরও পড়ুন: নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমি জনগণের সঙ্গে থাকব: তারেক রহমান

এর আগে ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় হাদীকে লক্ষ্য করে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর একটি কালো মোটরসাইকেলে করে দুজন হামলাকারী এসে পেছনের আসন থেকে ক্লোজ রেঞ্জে গুলি চালায়। হামলার পর মোটরসাইকেলটি দ্রুত এলাকা ত্যাগ করে। আহত হাদীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় এবং পরে গুরুতর অবস্থায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

হামলার ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। তবে মূল আসামি এখনও গ্রেফতার হয়নি। সরকারের পক্ষ থেকে তাকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম জানান, মূল হামলাকারী দেশেই আছে এবং সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করা হয়েছে।

আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসির দায়িত্বে থাকার অধিকার নাই : নাহিদ ইসলাম