সিইসির বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত আমির

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:১৬ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সারাদেশের মানুষ যেখানে সমব্যাথী সেখানে সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ। তাকে নিজের জায়গা এবং বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।

সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: শরীফ ওসমান হাদীকে সুস্থতার জন্য জামায়াত আমিরের প্রার্থনা, সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা

ডা. শফিকুর রহমান বলেন, ‘একজন বিপ্লবী আহত হবে তারপর সরকার নড়েচড়ে বসবে এমন সরকার আমরা চাই না।’

তিনি বলেন, ‘৫৪ বছর জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। অভ্যুত্থানের ঐক্যকে আঁকড়ে ধরে এবার সামনে এগিয়ে যাবার সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় গেলে সব দলকে সরকারে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলা হবে।’

আরও পড়ুন: নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমি জনগণের সঙ্গে থাকব: তারেক রহমান

সাংবাদিকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন,    আমাদের ভালো না লাগলে পুরো মিডিয়া থেকে ব্লাক আউট করে দেবেন কিন্তু কোনো খণ্ডিত অংশ প্রচার করে আমাদের বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়াবেন না। ন্যায়সঙ্গত ও সত্যি হলে আমাদের বিরুদ্ধে সকল সমালোচনা মাথা পেতে নেবো কিন্তু জাতি ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সাংবাদিকতা দয়া করে করবেন না। আমাদেরকে ছাই দিয়ে ধরুন কিন্তু সেই ধরাটা যেনো ন্যায়সঙ্গত হয় এতটুকুই অনুরোধ।