র্যাবের হাতে ৬৮ কেজি গাঁজাসহ চালক আটক
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে কভার্ডভ্যান ভর্তি ৬৮ (আটষট্টি) কেজি গাঁজাসহ কভার্ডভ্যান চালক ও কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) নরসিংদী।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: সর্ব মিত্র চাকমার বিরুদ্ধে বহিরাগত শিশু-কিশোরদের সঙ্গে অসদাচরণের অভিযোগ
আটককৃত সাগর চন্দ্র দাস (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কালামুড়িয়া গ্রামের সুনীল চন্দ্র দাস ওরফে অমল চন্দ্র দাসের ছেলে। এসময় তার হেফাজত থেকে কভার্ডভ্যান ভর্তি ৬৮ (আটষট্টি) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব কমান্ডার আরিফুল ইসলাম জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধারসহ সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত কাজ করছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি হলুদ রংয়ের কভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ভ্যানের ভিতরে কৌশলে লুকানো পৃথক ৪টি বড় প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৬৮ (আটষট্টি) কেজি গাঁজা উদ্ধারসহ কভার্ডভ্যান চালককে আটক করা হয়।
আরও পড়ুন: তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা: অস্ত্রসহ অন্যতম শ্যুটার গ্রেফতার
তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকগুলো কভার্ডভ্যানে করে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর দিকে নেওয়া হচ্ছিল।
এ বিষয়ে আড়াইহাজার থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।





