হাদির ওপর হামলাকারীর শেকড় উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪১ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন তা উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, হাদি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক। আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসাধীন। আমরা তার জন্য কায়মনোবাক্যে দোয়া করি।

আরও পড়ুন: হাদির ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

তিনি আরও বলেন, হাদির ওপর গুলির ঘটনাটি বিচ্ছিন্ন নয়। নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী টার্গেট করেছে, কিন্তু তারা সফল হবে না।

অ্যাটর্নি জেনারেল বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বদ্ধপরিকর। এবারের নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

তিনি সকলের কাছে দোয়া কামনা করেন হাদির সুস্থতা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য।