অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ
জয় দিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন শুরু বাংলাদেশের
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে অংশ নেওয়া বাংলাদেশ দল উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে জয়ের শুরু করেছে।
শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে। ফয়সাল শিনজাদার ৯৪ বল খেলে ৮ চার ও ৪ ছক্কায় সেঞ্চুরি করেন। আফগানদের অন্যান্য বড় অবদান আসে উজাইরুল্লাহ নিয়াজি (৪৪) ও আজিজুল্লাহ মিয়াখিল (৩৮) থেকে। বাংলাদেশের পক্ষে ইকবাল ইমন ও শাহরিয়ার আহমেদ ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন: মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা
২৮৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। তারা আফগান বোলারদের ওপর চড়াও হয়ে ১৫১ রানের জুটি গড়েন। রিফাত ৬৮ বলে ৬২ রান করেন, জাওয়াদ ১১২ বলে ৯৬ রান করে সাজঘরে ফেরেন।
এরপর অধিনায়ক আজিজুল হক তামিম কালাম সিদ্দিকির সঙ্গে ৬৬ রানের জুটি গড়ে দলকে জয় নিশ্চিত করেন। কালাম ২৯ এবং তামিম ৪৭ রান করেন। বাংলাদেশের জয় আসে ৭ বল হাতে রেখে। আফগানদের পক্ষে খাতির স্টানিকজাই ও রহুল্লাহ আরব ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন: ১০ মিনিটও মাঠে থাকলেন না মেসি, ভাঙচুর চালালেন কলকাতার ক্ষুব্ধ সমর্থকরা
এই জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সামনে রেখে টুর্নামেন্টে শক্তিশালী সূচনা করেছে।





