ঢাবি’র আবাসিক হল সংস্কারের অগ্রগতি পর্যালোচনা ও কারিগরি মূল্যায়ন সভা অনুষ্ঠিত
ভূমিকম্প পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ভবনের সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা, কারিগরি মূল্যায়ন ও মনিটরিং বিষয়ে এক সভা আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
সভায় উপস্থিত ছিলেন সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক, প্রকৌশল দপ্তরের কর্মকর্তাগণ এবং হিসাব পরিচালক।
আরও পড়ুন: চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করল ঢাবি
সভায় জানানো হয়, বিভিন্ন আবাসিক হলের সংস্কার কাজ ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরকে যথাযথ তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ইতিমধ্যেই আবাসিক হলসমূহ পরিদর্শন ও কারিগরি মূল্যায়ন সম্পন্ন করেছে। শিগগিরই এর প্রতিবেদন সকলের জন্য উন্মুক্ত করা হবে।
বিশেষভাবে তিনটি হল পুনরায় পরিদর্শন করা হয়েছে। শামসুন নাহার হল ও কবি জসীম উদদীন হল ৮ ডিসেম্বর, এবং হাজী মুহম্মদ মুহসীন হল ৯ ডিসেম্বর পরিদর্শন করা হয়। পরিদর্শনে বুয়েটের পুরকৌশল বিভাগের বিশেষজ্ঞগণ এবং সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ ও প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এমবিবিএস–বিডিএস ভর্তি পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
সংস্কারের অগ্রগতি অনুযায়ী, হাজী মুহম্মদ মুহসীন হলের ১৭৫টি কক্ষের মধ্যে ১১২টির মেরামত সম্পন্ন হয়েছে। সূর্যসেন হলে মোট ১৪১টি কক্ষে ৯৬টির সংস্কার কাজ শেষ হয়েছে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১২১টি কক্ষের মধ্যে উল্লেখযোগ্য কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া, সকল হলের বিভিন্ন তলার বাথরুম, বারান্দা, করিডোর ও ছাদের ফেরোসিমেন্টের কাজ চলমান রয়েছে।
উপাচার্য ও সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সংস্কারের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে প্রকৌশল দপ্তর বিশেষ মনিটরিং করছে এবং কারিগরি মান নিশ্চিত করা হচ্ছে।





