স্বরাষ্ট্র উপদেষ্টা বদল নয় ডিএমপি’তে সক্ষমতা তৈরির উদ্যোগ

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪৯ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে চলমান ভীতিকর পরিস্থিতিতে স্বরাষ্ট উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে বদলের সামাজিক যোগাযোগমাধ্যমের খবর সঠিক নয় বলে সরকারের বিশ্বস্ত সূত্রে  জানা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়Ñ পুলিশের প্রধান ইউনিট ডিএমপিকে পুনর্গঠন করে সক্ষমতা তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।  দেশের চলমান পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন মহল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে অপসারণের দাবি জানানো হলে প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে রাজনৈতিক দল ও প্রভাবশালী উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করেন। এতেই খবর তথা হাইপ ছড়িয়ে পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা  বদল করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম-সহ সরকার ও প্রশাসনের সর্বত্র খবর ছড়িয়ে পড়ে জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শুধু কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রাখা হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ ও পরবর্তী প্রথম আলো-ডেইলি স্টার অফিসসহ অনেক সাংস্কৃতিক ও কূটনৈতিক  স্থাপনায় হামলা লুটপাট  করে সুযোগ সন্ধানীরা।

অনুসন্ধানে জানা যায় হাদি গুলিবিদ্ধের ঘটনাকে কেন্দ্র করে একটি সুযোগ সন্ধানী মহল অস্থিরতা তৈরি করে পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করার অংশ হিসেবে আগাম ঘোষণা দিয়ে হামলা ভাঙচুর শুরু করলেও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। বিশেষ করে প্রকাশ্য দিনদুপুরে হাদি গুলিবিদ্ধের পরপরই অস্ত্রধারীদের ধাওয়া করতে পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায়নি। ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী শ্যুটারদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের ঘোষণা দিলেও ১২ ঘণ্টার মধ্যেই কিলাররা দেশের সীমানা পার হয়েছে মর্মে তথ্য প্রকাশিত হয়েছে। প্রায় ৪০ হাজার দক্ষ বাছাইকৃত সদস্যের পুলিশের এই বাহিনী পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমনকি হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহভাজনরা শনাক্ত হলেও পুলিশ তাদের ধরতে দৃশ্যমান তৎপরতা দেখায়নি। এলিট ফোর্স র‌্যাব দেশব্যাপী অভিযান চালিয়ে মূল রহস্য উদঘাটন ও অপরাধী পূর্ণ বিবরণ আলামতসহ সহযোগী আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। এক বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করা কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাজধানীর উপরে পুলিশের সক্ষমতা তৈরি করতে না পারাই এই পরিস্থিতি কারণ। ঢাকায় দায়িত্ব পালন করা অপরাধ ও গোয়েন্দা বিভাগের বেশিরভাগ ডিসি বিগত স্বৈরাচার আমলের নিয়োগ দেওয়া পছন্দের বাছাই করা  কর্মকর্তা।

আরও পড়ুন: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব

৫ আগস্ট তারা দেশের গুরুত্বপূর্ণ জেলায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল আওয়ামী পরিচয় প্রমাণ করেই। অতিরিক্ত দুই-এর বিরুদ্ধে এসবিতে থাকাকালীন মনিরুলের সহযোগী হিসাবে ছাত্র-আন্দোলন দমনে সোর্স মানির বরাদ্দ করা ২৫ কোটি টাকা আত্মসাথের অভিযোগ রয়েছে।  অপরদিকে, হাদি হত্যাকাণ্ড ও পরবর্তী পরিস্থিতি নিয়ে শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিও আল্টিমেটাম চন্দ্রের চোখে দেখছে নীতিনির্ধারকরা। মূল দায়িত্ব পালন করেন মাঠ পুলিশ। কোন কিছু হতেই শুধু স্বরাষ্ট্র উপদেষ্টার  পদত্যাগ দাবি রহস্যজনক হিসেবেই দেখা হচ্ছে। হাদি হত্যাকাণ্ড ও পরবর্তী দুঃখজনক ঘটনার পরিস্থিতি পর্যালোচনায় গত রবিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা প্রধানদের নিয়ে  এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। সোমবার দিন আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এর মধ্যেই গুজব চলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি দেয়া হয়েছে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পদত্যাগ করলে এখানে বসতাম না, কাজ করতাম না।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানা যায়, আইনশৃঙ্খলার ক্রমবর্ধমান অবনতির প্রেক্ষিতে আমরা নিয়ে গেলে তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে এককভাবে দায়ী করা সমীচীন নয়। কারণ ব্যক্তি জীবনে ও সুদীর্ঘ চাকরি জীবনে সেনাবাহিনী দ্বিতীয় সর্বোচ্চ পদে চাকরিকালীন সততার পরীক্ষায় উত্তীর্ণ। বিডিআর প্রধান, নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং ওয়ান ইলেভেন পরবর্তী সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বিষয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রধান রাজনৈতিক দলগুলো কোন অভিযোগ করেনি। সার্বিক বিবেচনায় এর জন্য   রাজধানীতে একের পর এক হত্যাকাণ্ড, একটি চিহ্নিত গোষ্ঠীর বেআইনি কর্মকাণ্ড লুটপাট ও জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা  পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সবচেয়ে বড় প্রধান ইউনিট ভিএমপিকে পুনর্গঠন করে সক্ষমতা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।  

আরও পড়ুন: ভারতে বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় ঢাকার তীব্র নিন্দা

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুলিশের উচ্চপদেও রদবদলের সিদ্ধান্ত গুজব বলে নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের বর্তমান নেতৃত্বেই মাধ্যমেই নির্বাচনকালীন দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকারের অভিপ্রায়। রাজনৈতিক দলগুলো এতে কোন আপত্তি করেনি।  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের জেরে সংগঠনটির দাবির মুখে স্বরাষ্ট্রে পরিবর্তন করতে জোরালো দাবি করা হয়েছিল। এছাড়া নির্বাচন পরিস্থিতি সামনে রেখে পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা নিয়ে ছিল নানা গুঞ্জন। বর্তমান পুলিশের প্রধান আইজিপি বাহারুল আলম বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ নেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। তার সততা দক্ষতা দায়িত্ব পালনকারীন সময়ে সবাই অবহিত।

উপদেষ্টা পরিষদ পুর্নগঠন হচ্ছে, এ জাতীয় গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ সচিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে কোনো খবর তার কাছে নেই। গতকাল মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে উপদেষ্টা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমন তথ্যে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেসব সংবাদে দাবি করা হয়েছিল, সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিবর্তে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।