ভারতে বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় ঢাকার তীব্র নিন্দা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:২৫ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের নয়াদিল্লি ও পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ভারতের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিন্দা জানানো হয়।

আরও পড়ুন: চীন দূতাবাস বাংলাদেশিদের জন্য সহজ করল স্বল্পমেয়াদি ভিসা প্রক্রিয়া

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার গত ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণ ও আবাসস্থলের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে উগ্রপন্থি গোষ্ঠীর হামলা ও ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কূটনৈতিক মিশনগুলোতে এ ধরনের পরিকল্পিত সহিংসতা ও ভীতি প্রদর্শনের ঘটনা শুধু কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাই বিঘ্নিত করে না, বরং দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ন করে।

আরও পড়ুন: ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ সরকার এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। পাশাপাশি ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন ও সেখানে কর্মরত কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী ভারত সরকার কূটনীতিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।