পাকিস্তানি নেতার হুঁশিয়ারি

ভারত যদি বাংলাদেশে নজর দেয়, আমাদের ক্ষেপণাস্ত্র জবাব দেবে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:২৬ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের (পিএমএল-এন) যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানি ভারতকে সরাসরি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে খারাপ কোনো উদ্দেশ্যে নজর দিলে (হামলা করলে) পাকিস্তানের সেনাবাহিনী এবং মিসাইল তা কঠোরভাবে প্রতিহত করবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় উসমানি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনেরও আহ্বান জানান। খবরটি প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

আরও পড়ুন: এবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের উত্তেজনা

উসমানি ভিডিও বার্তায় বলেন, “যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে হামলা করে, বা কেউ খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে চোখ দেয়, মনে রাখুন পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী এবং আমাদের মিসাইল কিন্তু দূরে নেই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে যদি ভারত ‘অখণ্ড ভারত’ চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, পাকিস্তান এটি সহ্য করবে না। পাকিস্তান এর আগে ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজনে আবারও এমন করবে।”

আরও পড়ুন: উদীয়মান প্রযুক্তিকে কেন্দ্র করে সামরিক নীতি পুনর্গঠন করছে ইরান

উসমানি দাবি করেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। তিনি প্রস্তাব দেন, বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত এবং উভয় দেশের মধ্যে ঘাঁটি স্থাপন করা উচিত।

তিনি বলেন, “এ ধরনের ব্যবস্থা উভয় দেশের কৌশলগত নিয়ন্ত্রণকে শক্তিশালী করবে এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC) বাংলাদেশের বন্দরগুলোর সাথে যুক্ত হবে। যারা বন্দর ও সমুদ্র নিয়ন্ত্রণ করে, তারা বিশ্ব শাসন করে।”

উসমানি আরও বলেন, পাকিস্তান-বাংলাদেশ সামরিক অংশীদারিত্ব আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করবে।