খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫২ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণকারীদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ জরুরি নির্দেশনা জারি করেছে। জানাজায় অধিক জনসমাগমের কারণে ঢাকা পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী জনস্বার্থে এই নির্দেশনা জারি করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, জানাজায় অংশ নিতে গেলে কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে নেওয়া যাবে না। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আনুমানিক বেলা সাড়ে ৩টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টাসহ দেশবিদেশের যারা ছিলেন

নির্দেশনায় আরও বলা হয়েছে, দাফনের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হবে, তাই সেখানে সাধারণ জনগণের প্রবেশাধিকার থাকবে না।

বেগম খালেদা জিয়া ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমেছে। অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং বুধবার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক