ভারতের শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দিলেন জয়শঙ্কর
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি তারেক রহমানের হাতে ভারতের পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক শোকবার্তা হস্তান্তর করেন।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টাসহ দেশবিদেশের যারা ছিলেন
পোস্টে উল্লেখ করা হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকার জন্য পরিচিত ‘গণতন্ত্রের মা’ ও ‘সাহস-সংগ্রামের প্রতীক’ বেগম খালেদা জিয়ার ইন্তেকালে প্রতিবেশী রাষ্ট্র ভারত গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছে। সেই শোকবার্তাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি তারেক রহমানের হাতে তুলে দেন।
এর আগে বুধবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান এস জয়শঙ্কর। সফরসূচি অনুযায়ী, জানাজা ও শোক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক





