ভারতে ক্রিকেটারদের যাওয়া নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন হলে বাংলাদেশ অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারত যদি একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারে, তাহলে কীভাবে একটি পূর্ণ ক্রিকেট দল বা বাংলাদেশ থেকে আসা দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে?” মোস্তাফিজুর রহমানকে সম্প্রতি আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনা উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি। ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না দেশটি। এই ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত ভেন্যুতে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আইসিসিকে বিকল্প ভেন্যু প্রস্তাব করেছে।
আরও পড়ুন: রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, যা জানালো তিতাস
এ বিষয়ে কিছু আন্তর্জাতিক গণমাধ্যম, যেমন ইএসপিএন ক্রিকইনফো, দাবি করে বিসিবির অনুরোধ আইসিসি মানছেন না এবং বাংলাদেশ ছাড়া আসর আয়োজন করা হবে। তবে বিসিবি বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে এ খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশের আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে এবং আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশের খেলোয়াড়রা নিরাপদ ভেন্যুতে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবে বলে আশাবাদী বিসিবি।
আরও পড়ুন: সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত





