রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, যা জানালো তিতাস
তুরাগ নদীর তলদেশে স্থাপিত বিতরণ গ্যাস পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশ এখনো মেরামত না হওয়ায় রাজধানীতে গ্যাসের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। শীতকালীন গ্যাস স্বল্পতার মধ্যেই নতুন জটিলতা সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজার এলাকায় তুরাগ নদীর নিচে থাকা পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়। বুধবার থেকে গ্যাসের চাপ কমিয়ে পাইপলাইনের মেরামতকাজ শুরু করা হয়। তবে মেরামতের সময় পাইপে পানি ঢুকে পড়ায় সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: দায়িত্ব ছাড়ার পর কাঠগড়ায় দাঁড়াতে সমস্যা নেই: উপদেষ্টা রিজওয়ানা
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, পাইপলাইন মেরামতের কাজ জরুরি ভিত্তিতে চলছে এবং সমস্যা সমাধানে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
পাইপলাইন লিকেজের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে গাবতলী থেকে আসাদগেট, মোহাম্মদপুর, বসিলা, লালমাটিয়া, ধানমন্ডি ও আশপাশের এলাকাগুলোতে। বুধবার থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যায়। ছুটির দিনে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় দুর্ভোগ বেড়েছে।
আরও পড়ুন: লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে: প্রেস সচিব





