ঢাকায় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৩৭ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঢাকা মহানগরের ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকবেন প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য।

নিরাপত্তার জন্য ভোটকেন্দ্রগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে—১ হাজার ৮২৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ৩০৩টি সাধারণ কেন্দ্র। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর প্রতিটি স্থানে তিনজন, আর সাধারণ কেন্দ্রে দুজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রে উপস্থিত প্রতিটি পুলিশ সদস্যের কাছে থাকবে আগ্নেয়াস্ত্র।

আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা

পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও কেন্দ্রে নিরাপত্তা দেবেন। প্রতিটি কেন্দ্রে ১০ জন আনসার ও একজন সহকারী সেকশন কমান্ডার দায়িত্বে থাকবেন। এছাড়া প্রিসাইডিং কর্মকর্তার ব্যক্তিগত নিরাপত্তায় থাকবেন অতিরিক্ত একজন অস্ত্রধারী আনসার সদস্য।

নির্বাচন উপলক্ষে ঢাকার ৪টি কেন্দ্রে কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এগুলো থেকে ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নজরদারি করা হবে। ভোটকেন্দ্রের বাইরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র‍্যাব সমন্বিতভাবে কাজ করবে।

আরও পড়ুন: সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে

ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন নজরুল ইসলাম জানান, নির্বাচনী সামগ্রী পরিবহন, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও যানবাহন ব্যবস্থাপনা নিয়ে পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ, বিজিবি, আনসার, ভিডিপি ও কোস্টগার্ড টানা সাত দিন মাঠে দায়িত্ব পালন করবেন।