বেসিক ব্যাংকের প্রতিবাদ

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৪ | আপডেট: ৫:৪৪ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাবাজার পত্রিকা অনলাইন এ ০৬ অক্টোবর ২০২৪ তারিখে 'হাইকোর্টের নির্দেশনা মানছে না বেসিক ব্যাংকে টেন্ডার সিন্ডিকেট বাণিজ্যে গোপালগঞ্জের ভূত সক্রিয়' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আপনার সবিনয় দৃষ্টি আকর্ষণ করে প্রতিবাদ জানিয়েছে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ 

প্রতিবেদনটিতে বলা হয় বেসিক ব্যাংকের নামে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, বিভ্রান্তিকর, কল্পনাপ্রসূত,এ মানহানিকর ও ষড়যন্ত্রমূলক তথ্য ছড়ানো হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। একইসঙ্গে পত্রিকার প্রচ্ছদ অংশে এটি প্রকাশের জন্য অনুরোধ করছি। সংবাদটির নিদ্দিষ্ট কয়েকটি অংশের বিষয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলোঃ উল্লেখিত সম্পত্তি নিলামে বিক্রয়ের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মূল্যে নিলামে সর্বোচ্চ দরদাতাকে প্রদান করা হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশনা লংঘনের বিষয়ে উদ্ধৃত বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। প্রকৃত সত্য হলো এই যে, উক্ত রীট পিটিশনে আলোচ্য সম্পত্তি বিক্রয়ের কোনো নিষেধাজ্ঞা নেই। এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ ব্যাংকের মতো একটি সংবেদনশীল প্রতিষ্ঠানের সুনামের ক্ষেত্রে ব্যাপকভাবে ক্ষতিকরে থাকে।

আরও পড়ুন: মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত: দগ্ধ শিক্ষার্থী জারিফের মৃত্যু, নিহত বেড়ে ৩৪

অতএব, ভবিষ্যতে এই ধরনের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আপনাদের নিকট থেকে আরো আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।