মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানলে তরুন প্রজন্মের ছাত্রদল ও যুবদল করার কথা নয়: আমির হোসেন আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেন বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর জাতীয় চারনীতিকে ছুৃঁড়ে ফেলা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়। ৭৫ থেকে বিভিন্ন মেয়াদে তিন দশক এ দেশ শাসন করেছ স্বাধীনতা বিরোধী শক্তি। তাদের শাসন আমলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ক্ষত বিক্ষত করা হয়। প্রজন্ম থেকে প্রজন্মকে স্বাধীননতা সংগ্রামের সঠিক ইতিহাস জানতে দেয়া হয় নাই। যদি তারা জানতো তাহলে আজকে ছাত্র দল যা যুবদল করার কারো কথা নয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ১৭ আগস্ট ( বৃহস্পতিবার) বিকেলে নগর ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জামায়াত আমীর
বঙ্গবন্ধু হত্যাকান্ডকে পরিকল্পিত রাজনৈতিক হত্যাকান্ড উল্লেখ করে আমির হোসেন আমু বলেন পাকিস্তান ভেঙে ফেলার অপরাধেই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা। যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই সেই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তির দেশি - বিদেশি ও আন্তর্জাতিক চক্রান্তের শিকার বঙ্গবন্ধু পরিবার।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আলোচনা সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড জিয়াউর রহমান তার জীবনদ্দশায় মুক্তিযুদ্ধের স্বপক্ষে কোন কাজ করেন নাই। তিনি বঙ্গবন্ধুর হত্যাকারী ও স্বাধীনতা বিরোধিত অপশক্তিকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসিত করেছে।
আরও পড়ুন: জোটে না এককভাবে এখনও সিদ্ধান্ত হয়নি: সারজিস আলম
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু,জিন্নাতুল বাকিয়া, দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী সচিব মিজানুর রহমান শহীদ প্রমুখ।