রাজধানীর ৩২ নম্বরের পোড়া বাড়ি ভেঙে বহুতল ভবন নির্মাণের দাবি

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৪ | আপডেট: ১২:০৯ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৪
ছবিঃ বাংলাবাজার পত্রিকা
ছবিঃ বাংলাবাজার পত্রিকা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের পুড়ে যাওয়া বাড়িটি ভেঙে একটি বহু দল ভবন নির্মাণ করার দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: জোটে না এককভাবে এখনও সিদ্ধান্ত হয়নি: সারজিস আলম

মানববন্ধনে বক্তরা বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহিদ হয়েছে, গুম হয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা শহিদ হয়েছে তাদের প্রত্যেককে একটি করে ফ্ল্যাট দিতে হবে।

মানববন্ধন কর্মসূচিতে সচেতন নাগরিক সমাজের সভাপতি  অ্যাডভোকেট আনোয়ার, সাধারণ সম্পাদক মো. দুলালসহ ৩০ থেকে ৪০ জন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান