গাজীপুর মহানগরে ডেঙ্গু সচেতনতায় জাসাসের লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক হেলাল খানের নির্দেশে টঙ্গী, গাছা ও গাজীপুর সদর মেট্রো থানায় ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি বিষয়ক লিফলেট বিতরণ করেছে মহানগর জাসাস।
লিফলেট বিতরণপূর্বক সংক্ষিপ্ত সমাবেশ গাজীপুর মহানগর জাসাসের আহ্বায়ক সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আসাদুজ্জামান আকাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ, গাজীপুর এর সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মিরন, যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম সাদ্দাম, মাগফিরুল হক তানসির, আবুল কালাম, জহিরুল হক, আওলাদ হোসেন মামুন, মামুনুর রশিদ, আমিনুল ইসলাম, সিরাজুল হক খোকা, অধ্যাপক রফিকুল আলম, সদস্য আনোয়ার হোসেন, সেলিম রানা জয়, জাহাঙ্গীর মাস্টার প্রমুখ।
আরও পড়ুন: তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত





