শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান ফারুকের
ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে সাজা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘দিল্লির পার্কে ঘুরে বেড়ায় বিশেষ সিকিউরিটি নিয়ে পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী। যিনি বাংলাদেশে ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে গুম করেছেন, যিনি অনেক বিরোধী নেতা-কর্মীদের গুম করেছিলেন, খুন করেছিলেন, সেই শেখ হাসিনা বিশেষ সিকিউরিটি নিয়ে দিল্লির একটি পার্কে ঘুরে বেড়ান। ভারত সরকার যারা গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে অহংকার করে কথা বলেন, সেই দেশের রাজধানী দিল্লির একটি পার্কে ঘুরে বেড়ান তিনি।’
আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক
তিনি বলেন, ‘আমি আজকেই এই সভা থেকে দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে-বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ব্যক্তিটির বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ারা জারি হয়েছে, সেই শেখ হাসিনাকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে। আইনের আওতায় এনে তাকে সাজা দিতে হবে।
ফারুক বলেন, ‘আওয়ামী সিন্ডিকেটই দ্রব্যমূল্য বাড়াচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেটে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা জড়িত। যারা আলু সিন্ডিকেট করেছে, যারা পেঁয়াজ সিন্ডিকেট করেছে, যারা চিনি সিন্ডিকেট করেছে, যারা রোজার দিনে আমাদেরকে চিনি খেতে দেয়নি-তারা আবার কিন্তু সজাগ হয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতেই হবে। যত দেরি হবে তারাই আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে। আইনের আওতায় এনে এদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে।’
আরও পড়ুন: দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস
তিনি বলেন, ‘এই সিন্ডিকেটের দল, মাফিয়ার দল, লুটেরার দল যাতে আবার দাদার নামে, বাবার নামে রাজনীতিতে ফেরত না আসতে পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি এবিএম ফারুকের সভাপতিত্বে কর্মসূচিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মো. নেছারুল হক, কৃষকদলের সহ সভাপতি ভিপি ইব্রাহিম প্রমুখ বক্তব্য রাখেন।





