ইশরাক হোসেনের হুঁশিয়ারি

‘যেখানে মব দেখবেন, উচিত শিক্ষা দিয়ে বাড়ি পাঠান’

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৫ | আপডেট: ৬:৫০ পূর্বাহ্ন, ২১ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, দেশের অভ্যন্তরে যারা ‘মব জাস্টিস’ করে, তাদের যথাযথ শিক্ষা দিয়ে বাড়ি পাঠানো উচিত। একই সঙ্গে তিনি ভারতের আগ্রাসনবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, আমরা রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে। রোববার (২১ জুলাই) এক রাজনৈতিক সভায় এসব কথা বলেন তিনি। বক্তব্যে ইশরাক হোসেন বলেন,

“আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিই। অন্য যেকোনো দেশ—চীন, আমেরিকা, রাশিয়া কিংবা পাকিস্তান—আমরা থোড়াই কেয়ার করি। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ।”

আরও পড়ুন: কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির হেলথ ক্যাম্পে ১২০০ জনকে চিকিৎসাসেবা

তিনি আরও বলেন, আমাদের নেতার বিরুদ্ধে যখন কটূক্তি করা হবে, সেটা কোটি মানুষের হৃদয়ে দাগ কাটবে—এটাই স্বাভাবিক। যারা বাংলাদেশে থাকেন, তারা জানেন না মানুষের অনুভূতি কেমন কাজ করে। আপনাদের প্রাইমারি স্কুলে পাঠানো দরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার খুনি’ আখ্যা দিয়ে ইশরাক অভিযোগ করেন, তাঁর ঘনিষ্ঠ আমলারা বিরোধী মতকে দমন করতে সহায়তা করছেন।

আরও পড়ুন: আগামী নির্বাচন আন্দোলনেরই অংশ: নজরুল ইসলাম খান

মুরাদনগরে ঘটে যাওয়া হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, প্রথমে দায় চাপানো হলো বিএনপির ওপর। কিন্তু পরে দেখা গেল, তাদের আত্মীয়রাই আসলে এই ঘটনায় জড়িত।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। গণমাধ্যম আজও স্বাধীন হতে পারেনি। আগে ভয় পেত হাসিনাকে, এখন পায় এদের। এটা এসেছে মব জাস্টিসের ভয় থেকে।

সবশেষে ইশরাক হোসেন বলেন, আমি আর মব জাস্টিস নিয়ে কথা বলব না। শুধু বলব, যেখানে মব দেখবেন, সেখানেই উচিত শিক্ষা দিয়ে বাড়ি পাঠিয়ে দিন