ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্দোলন, লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তৎপরতায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশের সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, “অটকের বিষয়টি সত্যি, বর্তমানে আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে। পরে সিনিয়র কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।” শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ বলেন, “এখন তাদের এখান থেকে নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”
আরও পড়ুন: পূর্বঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
এর আগে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তন মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেন।
মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, “দল-মতের সব মুক্তিযোদ্ধাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রোগ্রাম শুরু হয়েছিল, লতিফ সিদ্দিকী এসেছিলেন, তবে কামাল হোসেন আসেননি। এর মধ্যে প্রায় ২০-২৫ জন যুবক এসে হৈচৈ শুরু করে আমাদের ঘিরে ফেলেছিল। তবে কারও সঙ্গে শারীরিক সংঘর্ষ হয়নি।”
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘জুলাই যোদ্ধা’ ব্যানারের নেতৃত্বে কিছু যুবক অনুষ্ঠানস্থলে প্রবেশ ও অবস্থান বন্ধ করতে চেষ্টা করেন। ঘটনাস্থলে ভাঙা একটি টেবিলও দেখা গেছে।