শঙ্কামুক্ত নন নুরুল হক নুর, গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড

রাজধানীতে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে মেডিকেল বোর্ডের সদস্য ও ঢামেকের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান জানান, নুরুল হক নুরের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। তাই এখনই তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। এছাড়া তার শরীরে সোডিয়াম লেভেলও স্বাভাবিকের চেয়ে কম, যা না বাড়লে তিনি আরও ঝুঁকিতে পড়তে পারেন।
আরও পড়ুন: রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, রাতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও সকালে সিটি স্ক্যান করা হয়েছে। তাতে দেখা গেছে, নুরের মাথার হাড় ভেঙে গেছে। নাকের হাড় ও ডান চোয়ালের হাড়ও ভেঙেছে। মাথার ভেতরে সামান্য রক্তক্ষরণ হয়েছে। তার চোখ-মুখ ফোলা এবং চোখে রক্ত জমে আছে। তবে মেডিকেল বোর্ড মনে করছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই।
তিনি বলেন, এখনও তাকে শঙ্কামুক্ত বলা যাবে না। চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণে বোর্ড সভায় বসবে।”
আরও পড়ুন: হামলায় আহত নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, নুরুল হকের ব্রেনে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙে গেছে এবং তিনি ডান চোখে দেখতে পাচ্ছেন না। কবে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন তা এখনও বলা সম্ভব নয়।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুর গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।