নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৩৪ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে তিনি ঢামেক হাসপাতালে যান।

আরও পড়ুন: কিছু বিপথগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক: রাকিব

এ সময় নুরের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

গত ২৯ আগস্ট রাজধানীর রমনার বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।  

আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট ফোরাম হবে নির্বাচিত জাতীয় সংসদ: সালাহউদ্দিন আহমদ

এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অনেক নেতাকর্মী আহত হন।

পরে আহত নুরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সোমবার দুপুরে শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।