ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জামায়াত আমীর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:৫৮ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। আগামী ১৮ অক্টোবর রাতে ঢাকা ত্যাগ করে তিনি প্রথমে সৌদি আরব যাবেন এবং পবিত্র ওমরাহ পালন শেষে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন।

দলীয় সূত্র জানায়, জামায়াত আমীরের এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত। তার সঙ্গে কেবল ব্যক্তিগত সহকারী থাকবেন, দলের অন্য কোনো নেতা বা প্রতিনিধি সফরসঙ্গী হচ্ছেন না।

আরও পড়ুন: জোটে না এককভাবে এখনও সিদ্ধান্ত হয়নি: সারজিস আলম

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “দলের আমীর সৌদি আরব হয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ১৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তার সফরসূচি রয়েছে। ১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।”

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সূত্র জানিয়েছে, ডা. শফিকুর রহমান নিউ ইয়র্ক ও মিশিগান অঙ্গরাজ্যে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। এসব কর্মসূচি বিভিন্ন প্রবাসী সংগঠনের উদ্যোগে আয়োজিত হলেও জামায়াতের ব্যানারে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান নেই।

আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান

এর আগে আলোচনায় ছিল, জামায়াত আমীর একটি প্রতিনিধিদল নিয়ে কানাডা সফরে যাবেন। তবে দলীয় সূত্র জানিয়েছে, কানাডা সফর আপাতত স্থগিত করা হয়েছে। তার পরিবর্তে তিনি আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। ২ আগস্ট তার ওপেন হার্ট সার্জারি হয় এবং দীর্ঘ ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি সুস্থ হয়ে উঠেন। সম্প্রতি তিনি পুনরায় দলীয় কার্যক্রমে সক্রিয় হয়েছেন ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অসুস্থতার পর এটিই তার প্রথম বিদেশ সফর।