জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি: নাহিদ ইসলাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:৪১ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনিভিত্তি ছাড়া কোনো অর্ডারে স্বাক্ষর করা মূল্যহীন হবে। তাই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে অংশ নেবেন না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: মধ্যরাতে হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

নাহিদ ইসলাম বলেন, আমরা আইনিভিত্তি ও অর্ডারের নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর করব না। সেটা করলে তা মূল্যহীন হবে। পরের সরকার এলে কোন ভিত্তিতে দেবে, টেক্সট কী হবে—সেই নিশ্চয়তা আমরা চাই। বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদের স্বাক্ষরের অনুষ্ঠান বা আয়োজনে অংশীদার হবো না।”

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। এটি জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা জারি করবেন। আদেশের খসড়ায় আমাদের ঐক্যমত না হলে আমরা সনদে স্বাক্ষর করব না।

আরও পড়ুন: বিচারক নিয়োগ কমিটিতে অ্যাটর্নি জেনারেলকে না রাখার আহ্বান এনসিপির

নাহিদ ইসলাম বলেন, আদেশের টেক্সট আমরা আগে দেখতে চাই। ড. ইউনূস যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, তাই প্রেসিডেন্ট হিসেবে নয়, বরং সরকার হিসেবে তিনি আদেশ জারি করবেন।

এনসিপি আহ্বায়ক আরও জানান, জুলাই সনদে ৮৪টি সংস্কারের বিষয় একত্রে গণভোটে যাবে। গণভোটে ‘নোট অব ডিসেন্ট’-এর আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন আগে থেকেই চূড়ান্ত করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে তা দেখাতে হবে।

তিনি বলেন, গণভোটে জনগণ সনদ অনুমোদন করলে, অর্থাৎ সনদের পক্ষে ভোট দিলে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা প্রদান করা হবে। সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের বিষয়ে সবাই এখন একমত, তবে সংশোধনীর ধরন নিয়ে এখনও স্পষ্টতা আসেনি।