খালেদা জিয়ার হাসপাতালের পাশে হেলিকপ্টার উড্ডয়ন অবতরণ মহড়া
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও সর্বোচ্চ সেবা দিতে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার।
ভিভিআইপি হিসাবে দেয়া হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের নিরাপত্তা ব্যবস্থা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং জানায় বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর ১২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।
আরও পড়ুন: লন্ডনে উন্নত চিকিৎসায় নিতে খালেদা জিয়ার যাত্রা আবারও স্থগিত
এ বিষয়ে কোন ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
হাসপাতাল ও বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানা বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা সুবিধার্থে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে নেয়া হতে পারে। বর্তমান পরিস্থিতিতে কোনভাবেই তাকে সড়কপথে যাতায়াতের সুযোগ নেই। হেলিকপ্টারে করে অথবা তাকে নেয়ার জন্য এভারকেয়ার হাসপাতালের পাশে দুটি বড় বড় মাঠে হেলিকপ্টার উড্ডয়ন অবতরণের জন্য মহড়া প্রয়োজন।
আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা
আবার যানজটমুক্ত যাতায়াতের সুবিধার্থে বিমানবন্দর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক অথবা অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বিদেশ থেকে বিমানবন্দর হয়ে হাসপাতালে আসার সুবিধার্থে হেলিকপ্টার ব্যবহার করা হতে পারে। দেশনেত্রী চিকিৎসার খোঁজ নিতে রাষ্ট্রের ভিভিআইপি ব্যক্তিরা হেলিকপ্টারে যাতায়াত করতে পারেন।





