খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে স্থানান্তরের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে এগিয়ে নিচ্ছে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার চিকিৎসার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্সকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় শিডিউল অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিমানবন্দর কর্তৃপক্ষও অবতরণের অনুমতি সম্পন্ন করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, ৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় নামার কথা এবং পরদিন ১০ ডিসেম্বর তা লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ল্যান্ডিং থেকে টেকঅফ—পুরো প্রক্রিয়াটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় পরিচালিত হবে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত, এবার দেশ সুষ্ঠু নির্বাচনের পথে
তবে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার জানিয়েছেন, লন্ডন যাত্রা আপাতত স্থগিত রয়েছে। নতুন তারিখ এখনই নিশ্চিত নয়, এয়ার অ্যাম্বুলেন্স এলে যেকোনো দিন নেওয়া হতে পারে।
চিকিৎসক দলের একজন সদস্য বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত কয়েকদিন তেমন উন্নতি হয়নি। পাশাপাশি ফ্লাই করার মতো শারীরিক সক্ষমতা আছে কি না—সেটাও গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হচ্ছে।
আরও পড়ুন: কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের
বিএনপির একটি সূত্র জানিয়েছে, কাতারের ব্যবস্থাপনায় পাঠানোর কথা থাকা নতুন এয়ার অ্যাম্বুল্যান্সটি পূর্বনির্ধারিত ৬ ডিসেম্বরের পরিবর্তে ৯ ডিসেম্বর ঢাকায় আসবে এবং ১০ ডিসেম্বর ঢাকা ছাড়ার সম্ভাব্য সময়সূচি ঠিক করা হয়েছে।





