সরকারে এলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটির ঘোষণা দেবে এনসিপি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:২৫ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় আসলে বা সরকারের অংশীদার হলে দেশের বেসরকারি খাতে শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।  

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স’ নামের পেশাজীবী সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।  

আরও পড়ুন: খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

তিনি অভিযোগ করেন, চাকরি পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি উভয় সেক্টরে ‘দলীয় আনুগত্য, পরিবারতন্ত্র ও তোষামোদি’ নিয়োগের প্রধান মানদণ্ড হিসেবে কাজ করেছে। তার দাবি, বেসরকারি পেশাজীবীরাও বিভিন্ন ক্ষেত্রে ‘জংলি আচরণের’ শিকার হচ্ছেন।  

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, সরকারে গেলে কিংবা সরকার গঠনে অংশ নিলে প্রাইভেট সেক্টরে শুক্র–শনিবার ছুটি ঘোষণা করা হবে।  

আরও পড়ুন: গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত, এবার দেশ সুষ্ঠু নির্বাচনের পথে

সাংবাদিকদের বেতন কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান বেতনে সাংবাদিকদের ন্যূনতম জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে।

ভারত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করতে আসবেন না। এখানে অনেক ব্যবসা রয়েছে, হুমকি দিয়ে কিছু হবে না। দক্ষিণ এশিয়ায় বিজেপির সন্ত্রাস মোকাবিলায় আমরা প্রস্তুত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, এনসিপি কোনো দলের কাছে আসন ভাগাভাগির আলোচনায় যাবে না। তার মতে, ‘সিট বণ্টনের রাজনীতি আর চলবে না।’  

ছোট রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, বড় দলের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান। তিনি আরও বলেন, পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্মভিত্তিক বিভাজন—এসব রাজনীতি অতীত হওয়া উচিত। ভাঙা থেকে উঠে দাঁড়ানোর সময় এখন।