এভারকেয়ারে হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
ছবিঃ সংগৃহীত
গুলি বৃদ্ধ হয়ে ক্রিটিকাল অবস্থায় চিকিৎসাধীন ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ও বিশিষ্ট কার্ডিয়লজিস্ট ডা. জুবায়দা রহমান।
এ সময় ডাক্তার জুবায়দা রহমান হাসপাতালের অপেক্ষমান কক্ষে ওসমান হাদির ভাই ওমর হাদি, বোন ও অন্যান্য পরিবারের সদস্যদের সাথে সমবেদনা জ্ঞাপন করেন। তাদের খোঁজ খবর নিয়ে চিকিৎসা বিষয়ে অবহিত করেন।
আরও পড়ুন: ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস
ডাক্তার জুবায়দা রহমানের সঙ্গে এ সময় অন্যদের মধ্যে বিএনপি পরিবারের আহবায়ক, বিএনপি মিডিয়ার সদস্য আতিকুর রহমান রুমন, ডাক্তার আমান প্রমুখ উপস্থিত ছিলেন।





