‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা বাসে

সংবর্ধনা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন তারেক রহমান

Sadek Ali
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:০২ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে  ৩০০ ফিটে সমাবেশস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুলেটপ্রুফ গাড়িতে নয় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা বাসে  করে যাচ্ছেন তিনি। গাড়িটিকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ এপিবিএন ও তার নিজস্ব নিরাপত্তা টিমের সদস্যরা। এদিকে এয়ারপোর্ট রোডের দুই পাশে বিপুল সংখ্যক মানুষ অবস্থান নিয়েছেন তাকে স্বাগত জানাতে। তারা নানা স্লোগান দিচ্ছেন। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা রয়েছে।  তারেক রহমানও বাসে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দিচ্ছেন। ৩শ ফিট মঞ্চে উঠে তিনি দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে মা বেগম খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় ফিরবেন। তারেক রহমানের সঙ্গে আসা তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যরিস্টার জাইমা রহমান ইতোমধ্যে গুলশানের বাসায় পৌঁছেছেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন। প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থারও খোঁজখবর নেন। সেইসঙ্গে সরকারের দেয়া নিরাপত্তা ব্যবস্থায় সস্তুষ্ট হয়ে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। 

আরও পড়ুন: ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির

তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এ সংক্রান্ত ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য।

বিমানবন্দর থেকে বেরিয়ে এসে সামনের বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় একমুঠো মাটি হাতে তুলে নেন তিনি। এরপর ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা বাসে সংবর্ধনা মঞ্চের দিয়ে রওনা দেন তারেক রহমান।

আরও পড়ুন: খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান

দেশে ফিরেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পোষা বিড়াল জেবু। বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে জেবুর একটি ছবি পোস্ট করা হয়। ক্যাপশানে লেখা হয়, দেশে ফিরেছে জেবু। 

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাস প্রমুখ।

এদিকে তারেক রহমান ও তার পরিবারকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান করছেন বিএনপির নেতা-কর্মীরা।

এর আগে তাকে বহনকারী বিমানটি গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১২টার দিকে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে থেকে দেশের উদ্দেশে যাত্রা করে। এরপর বৃহস্পতিবার সকাল ৯ টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। সেখান থেকে বেলা ১১টা ১১ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

এদিকে দলের কাণ্ডারিকে বরণ করতে বর্ণাঢ্য প্রস্তুতি নিয়েছে বিএনপি। ফেরার দিনটিকে অবিস্মরণীয় করে রাখতে স্মরণকালের বৃহত্তম সমাবেশের আয়োজন করছে দলটি। রাজধানীর তিনশ’ ফিট সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিমানবন্দরে নেমে সংবর্ধনাস্থলে আসবেন তারেক রহমান। সেখানে সারা দেশ থেকে আসা নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। ইতিমধ্যে সমাবেশস্থল লাখো নেতাকর্মীর ভিড়ে মুখরিত।

সংবর্ধনাস্থল থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপরই গুলশান এভিনিউ’র ১৯৬ নম্বর বাড়িতে ওঠার কথা রয়েছে তারেক রহমানের।