তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে ঢাকায় পা রাখলো ‘জেবু’

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৬ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন। এই আনন্দের মুহূর্তে আরও একজন সেলিব্রেটি ঢাকায় পা রেখেছে – তার নাম ‘জেবু’। জেবু হলো পরিবারের প্রিয় পোষা সাইবেরিয়ান বিড়াল, যেটি নেট দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জেবুও ওই ফ্লাইটে তারেক রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে ঢাকায় পৌঁছায়।

আরও পড়ুন: ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির

জেবুর ফেসবুক পেজ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। এই পেজটি হালকা ও কৌতুকধর্মী (স্যাটায়ার) ধাঁচে তৈরি এবং বিড়ালপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই সাড়া ফেলেছে। বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির বিশেষ সহকারী ও দলের কনটেন্ট জেনারেশন টিম (সিজিটি) প্রধান সাইমুম পারভেজ নিশ্চিত করেছেন যে পেজটি অফিশিয়াল।

সাইবেরিয়ান লোমশ এই বিড়ালটি মূলত ব্যারিস্টার জাইমা রহমানের প্রিয় পোষা। সামাজিক যোগাযোগমাধ্যমে জেবুর উপস্থিতি দ্রুত ভাইরাল হওয়ায় নেটিজেনদের মধ্যে আনন্দ ও উত্তেজনা দেখা দিয়েছে।

আরও পড়ুন: খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান

এর মাধ্যমে বিএনপি পরিবারের বিশেষ মুহূর্তে শুধু রাজনৈতিক ইতিহাস নয়, পোষা প্রাণীর কৌতুকধর্মী আনন্দও ঢাকাবাসীর সঙ্গে ভাগ করে নিচ্ছে।