একান্তে বাবার জন্য দোয়া-মোনাজাত শেষে আবেগাপ্লুত তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৩ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত দেখা গিয়েছেন।

শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান। প্রথমে দলের সিনিয়র নেতাদের সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দলীয়ভাবে শ্রদ্ধা ও মোনাজাত শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এবং একান্তে বাবার জন্য দোয়া-মোনাজাত সম্পন্ন করেন। মোনাজাত শেষে চোখের পানি মুছতে টিস্যু ব্যবহার করতে দেখা গেছে তাকে।

আরও পড়ুন: জমায়েত বাড়ছে শাহবাগে, রাতভর থাকার ঘোষণা

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান শেষবার এখানে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর রাজনৈতিক পরিবর্তন ও দীর্ঘ নির্বাসিত জীবনের কারণে আর আসা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিমানটি বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং সেখান থেকে বেলা ১১টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান।

আরও পড়ুন: মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা কৃষিবিদ পলাশের আবেগঘন বক্তব্য

ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এরপর তিনি লালসবুজ রঙে সাজানো বাসে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সমাবেশে পৌঁছান। সেখানে ১৬ মিনিট বক্তব্যের পর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যান। মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে রাজধানীর গুলশানে নিজের বাসভবনে সপরিবারে পৌঁছান তিনি।