মৃত ঘোষণার সময় তারেক রহমানসহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৩৪ পূর্বাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেইইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর কালীন সকাল ৬টা নাগাদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

আরও পড়ুন: লাখো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং থেকে প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি দলের ব্যক্তিগত চিকিৎসক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন। 

চিকিৎসাধীন অবস্থায় তার পরিবার ও দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাসপাতালে অবস্থানকালে বড় ছেলে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, অন্যান্য পরিবার সদস্য এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর পাশে ছিলেন। 

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় মোতায়েন থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

বক্তব্যে বলা হয়েছে, মরহুমার জানাজা ও সমাবেশের সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে। মুহূর্তে পরিবার ও দলের তরফে শোক প্রকাশ এবং শেষকৃত্যের প্রস্তুতি চলছে।