খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন পাকিস্তান ও চীনের প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৯ পূর্বাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

শাহবাজ শরিফ লেখেন, বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতি ও উন্নয়নে তার অবদান একটি স্থায়ী উত্তরাধিকার হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: লাখো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া পাকিস্তানের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এই শোকের মুহূর্তে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে মরহুমার আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় মোতায়েন থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি একই সঙ্গে চীন–বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় লি কিয়াং এই অনুভূতির কথা জানান। ঢাকাস্থ চীনা দূতাবাস ফেসবুকে প্রকাশিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

শোকবার্তায় চীনের প্রধানমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের একজন পুরোনো বন্ধু। তার প্রধানমন্ত্রিত্বকালে চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সহযোগিতামূলক অংশীদারত্ব গড়ে ওঠে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যায়।

চীন–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদানকে উচ্চভাবে মূল্যায়নের কথা উল্লেখ করে লি কিয়াং বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এই সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করতে চীন আগ্রহী।