মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:১২ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো রাজধানীর গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করতে দেখা যায় তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ গুলশানের বাসভবনে পৌঁছায়। এ সময় সেখানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় মোতায়েন থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

বাসভবনে তারেক রহমানের পাশে ছিলেন তার মেয়ে জাইমা রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং দলের নেতাকর্মীরা। তারা সবাই আবেগঘন পরিবেশে দলীয় প্রধানকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

এর আগে বুধবার সকাল ৯টার কিছু আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে লাল-সবুজের পতাকায় মোড়ানো গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ গুলশানের উদ্দেশে রওনা হয়। পথে ও বাসভবনের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুন: সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ