শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়া
সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা পৌনেপাঁচটার দিকে স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
আরও পড়ুন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান এর ইন্তেকাল
এ সময় খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি মনোনীত রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।
দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সেখানে নির্ধারিত ব্যক্তিরা ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পাশাপাশি দাফনকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত রাখা হয়।
আরও পড়ুন: খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার
এর আগে মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।





