‘আজাদি পদযাত্রা’র ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে মানবিক মর্যাদা, সার্বভৌম ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘আজাদি পদযাত্রা’র ডাক দিয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৬:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজের পর শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারতে উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদাসসির, সেক্রেটারি আল আমিন সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা।
পদযাত্রার পূর্বে এক সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে দুটি পথ খোলা ছিল—আজাদির জোট এবং গোলামির জোট। আমরা দেখতে পেলাম অনেক লুটতরাজ, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে বা জনগণের সঙ্গে অন্যায় করেছে, তারা বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দিতে শুরু করেছে। তাই আমরা আগামী নির্বাচনে আজাদির পক্ষে দাঁড়াচ্ছি।”
আরও পড়ুন: তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং তার শুরু করা আজাদির লড়াই সম্পন্ন করা আমাদের প্রধান কর্তব্য। শহীদ হাদির কবর জিয়ারতের পর পদযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নতুনভাবে শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে পাটওয়ারী প্রশাসনকে আহ্বান জানান, দলীয় দাসত্ব থেকে বের হয়ে জনগণের পক্ষে থাকার জন্য। এছাড়া তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার ওপর জোর দেন। অন্যথায়, গণতান্ত্রিক সংগ্রাম আরও জোরদার হবে বলে সতর্ক করেছেন তিনি।
আরও পড়ুন: নির্বাচনে বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইইউ: নজরুল ইসলাম খান





